ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আদিবাসী পরিষদের রজত জয়ন্তী উদ্যাপন

প্রকাশিত: ০৭:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীতে আদিবাসী পরিষদের রজত জয়ন্তী উদ্যাপন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নানা আয়োজনে প্রতিষ্ঠার রজতজয়ন্তী উৎসব পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী নিউমার্কেট, সাহেব বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহ্ মখদুম কলেজে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় আদিবাসী পরিষদের রজত জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী শাহ্ মখদুম কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল, অশোক সরকার, দেবাশীষ প্রামাণিক দেবু, খ্রীষ্টিনা বিশ্বাস, বাবুল রবিদাস, রমানাথ মাহাতো, আদিবাসী চিন্তাবিদ সূর্য্য হেমব্রম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, নওগাঁ জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদিন মুকুল, সাংবাদিক আনোয়ার হোসেন দলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক টুনু পাহান, আদিবাসী নারী পরিষদ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক লিপি টুডু প্রমুখ।
×