ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিরাপদ সড়ক দাবিতে লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৭:১৬, ৪ সেপ্টেম্বর ২০১৮

নিরাপদ সড়ক দাবিতে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ১৩টি উপজেলায় একযোগে শিক্ষার্থীদের হাতে রবিবার দুপুরে ‘নিরাপদ সড়ক নিশ্চিত করণে আমাদের দায়িত্ব’ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ স্কাউটস ও ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ লাখ লিফলেট বিতরণ করা হয়। জিলা স্কুল মাঠে লিফলেট বিতরণের এই কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এসময় ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন। বিয়ের স্বীকৃতির দাবিতে স্কুলে তালা নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৩ সেপ্টেম্বর ॥ বিয়ের স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনের চর আইচা বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে তালা ঝুলিয়ে চাবি নিয়ে গেছেন সুমাইয়া নামের ওই স্কুলের সাবেক এক ছাত্রী ও প্রক্সি শিক্ষিকা। পরে কর্তব্যরত শিক্ষকরা ওই তালা ভেঙ্গে স্কুলে প্রবেশ করেন। সুমাইয়া উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের জামালের মেয়ে। সুমাইয়া জানান, চর আইচা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজের ছোট ভাই নাইম বিশ্বাস তাকে বিয়ে করেন। বিয়ে প্রায় এক বছর হলেও তাদের বাড়িতে নেয়নি। বর্তমানে খোঁজখবর নিচ্ছে না। বিষয়টি নাইমের বড়ভাই ফিরোজ বিশ্বাসসহ পরিবারের সকলের কাছে বললেও তারা কোন সমাধান দিচ্ছেন না। তাই স্কুলে তালা মেরে চাবি নিয়েছেন। এরপরও সমাধান না হলে স্কুল জ্বালিয়ে দিয়ে স্বামীর বাড়িতে গিয়ে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
×