ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাম্যের খুনীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৭:১১, ৪ সেপ্টেম্বর ২০১৮

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাম্যের খুনীদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ সেপ্টেম্বর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত পৌরসভার মেয়র পুত্র সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসক অফিসের সামনে সোমবার এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গোবিন্দগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক ও সর্বস্তরের পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত সাম্য মঞ্চের ডাকে এই কর্মসূচী পালিত হয়। এতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাসহ সর্বস্তরের মানুষ বাসযোগে গাইবান্ধায় এসে পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাম্য মঞ্চের আহ্বায়ক সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাচ্চু, সাম্য মঞ্চের সদস্য সচিব সানোয়ার হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পার্টির নেতা মতিন মোল্লা, রফিকুল ইসলাম রুবেল প্রমুখ। উল্লেখ্য, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্য (১৪)কে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুম করা হয়। এর ১৪ ঘণ্টা পর স্থানীয় কমিউনিটি সেন্টারের পেছন থেকে সাম্যর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। জামালপুর নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র ও ছাত্রলীগনেতা মনিমুল ইসলাম জিসান হত্যা মামলার প্রধান আসামি আশিকুর রহমান রাহীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর শহর ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল ইসলাম দিলিপ, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাংগঠনিক সম্পাদক রাব্বী মিয়া, জামালপুর শহর ছাত্রলীগের আহ্বায়ক মোঃ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ হৃদয় ও মেহেদী হাসান রিমন প্রমুখ। বক্তারা মমিনুল ইসলাম জিসান হত্যা মামলার প্রধান আসামি রাহীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
×