ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনায় তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণে অনিয়মের প্রতিবাদ

প্রকাশিত: ০৭:১০, ৪ সেপ্টেম্বর ২০১৮

বরগুনায় তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণে অনিয়মের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৩ সেপ্টেম্বর ॥ তালতলীতে তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণের নামে জোরপূর্বক জমি দখল, বাড়ি ঘর উচ্ছেদ, জাল দলিল ও সরকারী খাস জমি দখলের প্রতিবাদ ও অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা। সোমবার বেলা ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর এলাকার ভুক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য দেলোয়ারা হামিদ, তালতলী উপজেলা ভূমিহীন সমবায় সমিতির সভাপতি গাজী মোঃ চানমিয়া, নিশানবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় তারা অভিযোগ করেন, বরগুনার তালতলী উপজেলার খোট্টার চর এলাকায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে চলতি বছরের ২৫ জুন কার্যক্রম শুরু করেছে আইএসও টেক ইলেকট্রিফিকেশন লিঃ ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিঃ নামের দুটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে নির্মাণাধীন এলাকায় অন্তত ২শ’ একর জমি ক্রয় করার কথা রয়েছে প্রতিষ্ঠান দুটির। কিন্তু জমি ক্রয়ের ক্ষেত্রে, একটি সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে ব্যক্তি মালিকানা জমির পাশাপাশি ভুয়া কাগজপত্র তৈরি করে ভূমিহীনদের নামে দেয়া বন্দোবস্তকৃত কৃষি খাসজমিসহ সরকারী সম্পত্তি নামে বেনামে দখল করে নিচ্ছে। প্রতারণা মামলায় এনজিও কর্মকর্তা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩ সেপ্টেম্বর ॥ গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্পের’ পরিচালক এস এম শহিদুল ইসলাম আজাদীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পিরোজপুর শহর থেকে তাকে গ্রেফতার করে ঝালকাঠি থানা পুলিশ। তার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছে আজাদীর। শহিদুল ইসলাম আজাদী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়ি গ্রামের হাকিম মুন্সীর ছেলে। পুলিশ জানায়, আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্প নামে একটি এনজিও করে আজাদী দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা কার্যালয় করে। এসব কার্যালয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাত করে আত্মগোপনে যান তিনি।
×