ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরডি ফুডের বিনিয়োগ বিষয়ে সতর্কবার্তা

প্রকাশিত: ০৭:০৬, ৪ সেপ্টেম্বর ২০১৮

আরডি ফুডের বিনিয়োগ বিষয়ে সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরডি ফুড লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৩০ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১৯ আগস্ট আরডি ফুডের শেয়ার দর ছিল ১৮ টাকা ৪০ পয়সা। ৩০ আগস্ট তা ২৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×