ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

প্রকাশিত: ০৭:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭০৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৪৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৭২২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবল, ইউনিক হোটেল, আমান ফিড, ড্রাগন সোয়েটার, সামিট পাওয়ার, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল ও ন্যাশনাল হাউজিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, বিবিএস ক্যাবল, ইউনিক হোটেল, নর্দার্ন জুট, গ্লাক্সোমিথক্লাইন, রেনেটা, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও পপুলার লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জুট স্পিনার্স, সাভার রিফ্যাক্টরিজ, দুলামিয়া কটন, এইচ আর টেক্সটাইল, গ্রামীণ স্কিম-২, সামাতা লেদার, প্রভাতী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও ইমাম বাটন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো, বিবিএস ক্যাবল, বারাকা পাওয়ার, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও কেয়া কসমেটিক।
×