ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরিজোনায় দুই নৌকার সংঘর্ষ ॥ নিখোঁজ চার

প্রকাশিত: ০৭:০২, ৪ সেপ্টেম্বর ২০১৮

আরিজোনায় দুই নৌকার সংঘর্ষ ॥ নিখোঁজ চার

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের কলোরাডো নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে চার জন নিখোঁজ ও নয় জন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকা দুটির সব আরোহী পানিতে পড়ে যান বলে রবিবার জানিয়েছে পুলিশ। -খবর ওয়েবসাইট। ঘটনার পর থেকে ডুবুরিরা নিখোঁজ চার জনের খোঁজে নদীটিতে তল্লাশি শুরু করেছে। শনিবার রাতে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে ১০ জনকে বহনকারী একটি বোটের সঙ্গে ছয় জনকে বহনকারী একটি ক্র্যাফেটর মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা নৌকাগুলো কয়েকজনকে উদ্ধার করে বলে জানিয়েছে মোহাবি কাউন্টি শেরিফ দফতর। তিন নারী ও এক পুরুষ নিখোঁজ রয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শেরিফ ডগ শুস্টার। নিখোঁজ ব্যক্তিরা ইতোমধ্যেই সাঁতরে তীরে পৌঁছে গিয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক। এদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে বলে শেরিফ দফতর জানিয়েছে। অন্যান্যদের আঘাত তেমন গুরুতর নয় এবং তাদের হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে তারা।
×