ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ‘স্ক্রল ফ্রি সেপ্টেম্বর’

প্রকাশিত: ০৬:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

এবার ‘স্ক্রল ফ্রি সেপ্টেম্বর’

এবার চালু হয়েছে ‘স্ক্রল ফ্রি সেপ্টেম্বর’ নামের নতুন প্রচার। অলাভজনক এই প্রচারের উদ্দেশ্য হচ্ছে পুরো এক মাস সামাজিক মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকা। তবে এটি শুধুই ব্যবহারকারীদের ভালর জন্য চালু করা। সামাজিক মাধ্যম থেকে বিরত থাকার মাধ্যমে তারা সামাজিক মাধ্যম ‘হয়ত তাদের ভাল থাকার ওপর নেতিবাচক প্রভাব রাখছে’ এমনটা বুঝতে পারবেন- দাবি এই প্রচারের জন্মদাতা রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ বা আরএসপিএইচ-এর। আরএসপিএইচ-এর মতে, অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের ফলে ব্যবহারকারীদের ঘুম, তাদের আত্মমর্যাদা বা অন্যদের সঙ্গে তাদের সম্পর্কে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে এই প্রচারে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ৩,২০,০০০ জন। এক মাস বিরত রাখা উচিত এমন ক্ষতিকর হিসেবে বিবেচিত হওয়ার পর বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক আর মাইক্রোব্লগিং সাইট টুইটারের অভিমত কেমন হবে? এ প্রশ্নের জবাব পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। -দ্য গার্ডিয়ান
×