ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেড় শ’ বছর বাঁচতে

প্রকাশিত: ০৬:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

দেড় শ’ বছর বাঁচতে

বিজ্ঞানের এক আজব আবিষ্কারে এক লাফে এবার আপনার বয়স কমবে ৫০ বছর। হার্ভার্ডের প্রফেসর ও নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির গবেষকেরা যে পদ্ধতির আবিষ্কার করেছেন, তা শুনলে আপনি চমকে যেতে বাধ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদ্ধতি আপনার বয়স কমাবে পঞ্চাশ বছর। বিজ্ঞানীরা যে ওষুধটি তৈরি করেছেন তা ইঁদুরের ওপর প্রয়োগ করে দেখা গেছে, তারা তাদের স্বাভাবিক জীবন সীমার তুলনায় প্রায় ১০ গুণ বেশি সময় বেঁচে থাকতে পারছে। শরীরের কোষগুলো নতুনভাবে কাজ করার ক্ষমতা ফিরে পেলে শরীরের অণুগুলো অঙ্গ-প্রতঙ্গগুলোকে নতুনভাবে কাজ করতে সাহায্য করে। আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের হাতের মুঠোয় থাকবে এই ওষুধ। মানুষের ওপর এই ওষুধের পরীক্ষা-নিরীক্ষা সফল হলেই তা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে। বয়স বাড়লেও আপনার ত্বকের জৌলুস ধরে রাখতে কত এ্যান্টি এজিং ক্রিমই না ব্যবহার করেছেন। কিন্তু যদি এক ওষুধেই বয়স কমে পঞ্চাশ বছর, তাহলে? গবেষণা বলছে এই নতুন পদ্ধতিতে মানুষ প্রায় ১৫০ বছর বাঁচতে পারবে। এবং ২০২০ সালের মধ্যে সমস্ত অঙ্গ-প্রতঙ্গকে নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত করতে পারবে। ডাঃ সিনক্লিয়ার জানিয়েছেন, সাধারণ মানুষের অঙ্গ-প্রতঙ্গকে পুনর্জীবিত করার পাশাপাশি পক্ষাঘাতে আক্রান্ত মানুষকে আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করবে মাত্র দু’বছরের মধ্যে। -জিনিউজ
×