ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘বীর’ খ্যাতি পেল কিশোর সুমন

প্রকাশিত: ০৬:২৩, ৪ সেপ্টেম্বর ২০১৮

১০ যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘বীর’ খ্যাতি পেল কিশোর সুমন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ সেপ্টেম্বর ॥ নৌকাডুবির ১০ যাত্রীকে উদ্ধার করে বীরের মর্যাদা পেল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুমন হোসেন। পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন তার এ বীরোচিত কাজের জন্য তাকে পাঁচ হাজার টাকা শিক্ষা অনুদান প্রদান করেছেন। সুমন পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সামাদ ও সুফিয়া খাতুনের ছেলে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির সময় সুমন একটি ডিঙ্গী নৌকায় বাড়ি ফিরছিল। ঠিক সে সময় আনন্দ ভ্রমণে আসা যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া যাত্রীদের আর্তচিৎকার শুনে তাৎক্ষণিক সুমন ঘটনাস্থলে এসে সবাইকে নৌকা ধরতে বলে। তাদেরকে নৌকায় না তুলে শুধু নৌকা ধরা অবস্থায় ১০ জন যাত্রীকে বিলের পাড়ে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদেরকেও উদ্ধার কাজে সহায়তা করে সুমন। সুমন জানায়, ১০ জনকে উদ্ধার করতে পেরে সে খুব খুশি। সে আরও জানান, ঘটনার সময় যাত্রীরা নৌকাটির মাচার ওপর উঠে সেলফি তুলছিল। হঠাৎ ছই ভেঙ্গে গেলে সবাই তারাহুরো করে মাচা থেকে নামতে গেলে নৌকাটি কাৎ হয়ে ডুবে যায়। যাত্রীদের ডুবে যেতে দেখে তখন আমি সেখানে গিয়ে তাদের উদ্ধার করি। প্রত্যক্ষদর্শী হান্ডিয়াল এলাকার বাসিন্দা ইশারত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় চলনবিলের নৌকাডুবির ঘটনায় কারও অপেক্ষা না করেই ডিঙ্গি নৌকা নিয়ে উদ্ধার তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে সুমন। তার সহায়তায় একে একে উদ্ধার হয় ১০ জন। হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রজ্জাক জানান, তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী মানবতার সেবায় যে ভূমিকা রেখেছে তাতে তিনি গর্ববোধ করছেন। পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, ডুবে যাওয়া নৌকা যাত্রীদের উদ্ধার কাজ পরিদর্শনে গিয়ে কিশোর সুমনের বীরত্বের কথা শুনেছি। তিনি বলেন, সুমন একজন বীর। এ বীরত্বপূর্ণ কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা শিক্ষা অনুদান দেয়া হয়েছে। সুমনের এই বীরত্ব আগামী প্রজন্মের জন্যও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক ওই কিশোরের পড়ালেখার দায়িত্বও নিয়েছেন। কিশোর সুমনের গ্রামের লোকও তার সাহসিকতায় মুগ্ধ।
×