ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

সাবেক এনএসআই ডিজির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৮ নবেম্বর

প্রকাশিত: ০৬:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

সাবেক এনএসআই ডিজির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৮ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ও পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ওয়াহিদুল হকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৮ নবেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে পিরোজপুরের ফজলুল হক হাওলাদারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৭ নবেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে চার্জ শুনানি হয়েছে। চার্জ গঠনের ওপর ১ অক্টোবর আদেশ প্রদান করা হবে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছে।
×