ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ০৬:১৪, ৪ সেপ্টেম্বর ২০১৮

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় ভারতের নয়াদিল্লীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সপ্তাহব্যাপী এ সম্মেলন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল যোগ দিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির উর্ধতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের উর্ধতন কর্মকর্তারা, ফ্রন্টিয়ার আইজিরা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
×