ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্লামেন্টারি বোর্ডের সভা চৌদ্দ দলের ঐক্য অটুট রাখার সিদ্ধান্ত গণতন্ত্রী পার্টির

প্রকাশিত: ০৮:২৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

 পার্লামেন্টারি বোর্ডের সভা চৌদ্দ দলের ঐক্য অটুট রাখার সিদ্ধান্ত গণতন্ত্রী পার্টির

রবিবার গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির পার্লামেন্টারি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার। সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, সাধারণ সম্পাদক ডাঃ সাহাদাত হোসেন, প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান, সেলিম মাহমুদুর রহমান বাবু, এ্যাডভোকেট ভোপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ। পার্লামেন্টারি বোর্ড সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দ দলের ঐক্য অটুট রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে জয় লাভ করতে পারে সেই লক্ষ্যে গণতন্ত্রী পার্টির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক ও নির্বাচনী কর্মকান্ড নিরন্তর কাজ করে যাওয়ার আহন জানানো হয়। বোর্ড সভায় আগামী নির্বাচনে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের প্রাথমিক তালিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। তালিকা থেকে আগামী নির্বাচনে যারা জয়লাভ করতে পারবেন এবং সাংগঠনিকভাবে শক্তিশালী ও নির্বাচনী কার্যক্রম করে যাচ্ছেন তাদের মধ্য থেকে সম্ভাব্য প্রার্থীদেরকে দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৪ দলীয় ঐক্যের বিষয়ে গণতন্ত্রী পার্টির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা নিয়ে ১৪ দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুক্তিযুদ্ধবিরোধী শক্তির দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার জন্য গণতন্ত্রী পার্টির সকল নেতাকর্মীর প্রতি আহন জানানো হয়। সভা থেকে হিন্দুধর্মাবলম্বী ভাই-বোনদেরকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানো হয়। -বিজ্ঞপ্তি
×