ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমবাপের লালকার্ড, কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার

প্রকাশিত: ০৬:২০, ৩ সেপ্টেম্বর ২০১৮

   এমবাপের লালকার্ড, কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু থেকেই সব তারকা গোল করে চলেছেন পিএসজির হয়ে। আগের ম্যাচে দাপুটে জয়ে গোল করেছিলেন নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচেও এ তিন ত্রয়ী গোল পেয়েছেন। সঙ্গে যোগ হয়েছে এ্যাঞ্জেল ডি মারিয়া। এই চার তারকার লক্ষ্যভেদে পিএসজি ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক নিমেসকে। ম্যাচে গোল করার পর লালকার্ডও দেখেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা তারকা এমবাপে। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথম ৩৫ মিনিটে গোল পায় পিএসজি। ম্যাচের ৩৬ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় অতিথিরা। ব্রাজিলিয়ান তারকার পর দৃশ্যপটে আসেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। তার গোলে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডি মারিয়ার বাঁ পায়ের কর্নার কিক স্বাগতিক গোলরক্ষককে বোকা দিয়ে সরাসরি জালে জড়িয়ে যায়। বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিক নিমেস। ম্যাচের ৬৩ মিনিটে এ্যান্টনিন ববিচন স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান। ৭১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরানো গোলটি করেন তেজি সাভানিয়ের। পয়েন্ট হারানোর শঙ্কার মাঝে ৭৭ মিনিটে পিএসজিকে আবারও এগিয়ে দেন এমবাপে। আর যোগ করা সময়ে (৯২ মিনিট) এডিনসন কাভানি গোল করে বড় জয় নিশ্চিত করেন। যোগ করা সময়ে অবশ্য খানিকটা নাটক হয়েছে। দু’দলের দু’জন লালকার্ড দেখেছেন। পিএসজির এমবাপে ও নিমেসের সাভানিয়ে। জল ঘোলার শুরুটা করেন সাভানিয়ে, এমবাপেকে ফাউল করে। তারপর মেজাজ হারান এমবাপে, সাভানিয়েকে ধাক্কা দিয়ে ১৮ মিনিটে পাওয়া হলুদ কার্ডের সঙ্গে আরেকটা হলুদ যোগ করে লাল দেখেন। সাভানিয়ে দেখেন সরাসরি লালকার্ড। ম্যাচ শেষে নিজেকে আরও নিয়ন্ত্রণ করা দরকার মনে করলেও লালকার্ড দেখা নিয়ে কোন অনুশোচনা নেই এমবাপের। জেতা ম্যাচের শেষ কয়েক সেকেন্ড বাকি থাকতে লালকার্ড দেখেন এমবাপে। একটি ট্যাকলের জন্য সাভানিয়েকে ধাক্কা মারেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান রেফারি। লালকার্ড দেখায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও এ নিয়ে কোন অনুশোচনা নেই এমবাপের। ফরাসী তারকা বলেন, এটা আর কিছু নয়, ফুটবল। এমন একটা ক্লাবের (পিএসজি) বিরুদ্ধে খেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। কিন্তু এ রকম ঘটনা ঘটালে (ফাউল) প্রতি সপ্তাহেই আপনাকে হতাশ হতে হবে। আর এমনটা ঘটলে কয়েকটা কার্ড দেখলেও আমি যা করেছি সেটা করব। এরপর এমবাপে বলেন, এটা নিয়ে আমার কোন অনুশোচনা নেই। এমনটা যদি আবার ঘটে আমি আবার এটাই করব। অবশ্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চাই এবং প্রত্যেকের কাছেই তা চাইব। তবে ওই রকম অঙ্গভঙ্গি কোনভাবেই সহ্য করব না।
×