ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের প্রথম এ্যাওয়ে ম্যাচ জয়

ম্যানচেস্টার সিটি চেলসির জয়

প্রকাশিত: ০৬:২০, ৩ সেপ্টেম্বর ২০১৮

  ম্যানচেস্টার সিটি চেলসির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়রথ ছুটছেই চেলসির। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবারও জয় পেয়েছে ব্লুজরা। নিজেদের মাঠে চেলসি এদিন ২-০ গোলে পরাজিত করে বোর্নমাউথকে। সেই সঙ্গে নতুন মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতেই জয় পায় মাওরিজিও সারির দল। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। নিজেদের মাঠে পেপ গার্ডিওলার দল এদিন ২-১ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। ২০১৮-১৯ মৌসুমের শুরুটা দারুণ হয়েছে চেলসির। লিভারপুলের মতো শুরু থেকে টানা চার ম্যাচই জিতে নিয়েছে সারির শিষ্যরা। শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় চেলসি। পুরো ম্যাচে বল পজিশন রাখে ৭৩ শতাংশ। তবে প্রথমার্ধে অবশ্য কোন গোল আদায় করে নিতে পারেনি তারা। ৭২ মিনিটে বাধার দেয়াল ভাঙ্গেন স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো। অলিভিয়ের জিরুডের সঙ্গে বল নেয়া-দেয়া করে গোলটি করেন তিনি। আর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। এদিকে গত ১৩ বছর ধরে প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের মুখ দেখেনি ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমেও ভিন্ন কিছু হলো না। জয় নিয়েই মাঠ ছাড়ে গার্ডিওলার শিষ্যরা। শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে মাত্র ৭ মিনিট লেগেছে ম্যানসিটির গোলমুখ খুলতে। রাহীম স্টারলিং এই মৌসুমে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। তাতে অবশ্য বেশি অবদান লেফটব্যাক বেঞ্জামিন মেন্দির। নিউক্যাসলের জামাল ল্যাসসেলেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে স্টারলিংকে পাস দেন। ইংলিশ তারকা তার ডান পায়ের বাঁকানো শটে অতিথি গোলরক্ষক মার্টিন দুব্রাভকাকে পরাস্ত করেন। ৩০ মিনিটে নিজের প্রথম প্রিময়ার লীগ গোল করে নিউক্যাসলকে সমতায় ফেরান যুক্তরাষ্ট্রের ডিআন্দ্রে ইয়েডলিন। ২১তম আমেরিকান হিসেবে এই প্রতিযোগিতায় লক্ষ্যভেদ করেন তিনি। ডান পাশ থেকে সালোমন রন্ডনের ক্রস থেকে জন স্টোনসকে বোকা বানান ইয়েডলিন। আবারও পয়েন্ট হারানোর শঙ্কা নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা। তবে ৫২ মিনিটে স্টারলিং ও সার্জিও এ্যাগুয়েরোর নৈপুণ্যে কাইল ওয়াকার গোল করেন। এই গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ৫ মিনিট পর গ্যাব্রিয়েল জেসুসের চেষ্টা ব্যর্থ হয় অফসাইডের বাঁশি বাজলে। এই ম্যাচে নিউক্যাসলের সফলতা হলো এ্যাগুয়েরোকে আটকে দেয়া। গত দুটি হোম ম্যাচে তাদের জালে ৮ বার বল পাঠান আর্জেন্টাইন তারকা। এদিন সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিভারপুল ও চেলসির পর তিন নম্বরে ম্যানসিটি। এদিকে রবিবার নতুন মৌসুমের প্রথম এ্যাওয়ে ম্যাচ জিতে আর্সেনাল। এদিন তারা ৩-২ গোলে নাটকীয়ভাবে হারায় কার্ডিফ সিটিকে। ম্যাচ শুরুর ১১ মিনিটেই মুস্তাফির গোলে প্রথম এগিয়ে যায় গানাররা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কামারাসা গোল করলে সমতায় ফিরে কার্ডিফ সিটি। ফলে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবারও আর্সেনালকে এগিয়ে দেন অবামেয়াং। কিন্তু ৭০ মিনিটে কার্ডিফ সিটিকে ম্যাচে ফেরায় ওয়ার্ড। এর ফলে জমে ওঠে লড়াই। কিন্তু ম্যাচের বয়স যখন ৮১ মিনিট তখন লাকাজেত্তে গোল করলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
×