ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান এগিয়ে যে কীর্তিতে ভারত-অস্ট্রেলিয়ার চেয়ে

প্রকাশিত: ০৬:১৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

 আফগানিস্তান এগিয়ে যে কীর্তিতে ভারত-অস্ট্রেলিয়ার চেয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সবাই এক বাক্যে স্বীকার করবেন, এশিয়ান ক্রিকেটে উদীয়মান শক্তি আফগানিস্তান। ইতোমধ্যে টেস্ট স্ট্যাটাস পাওয়া যুদ্ধবিধ্বস্ত দেশটি রঙিন পোশাকের ওয়ানডে-টি২০তে অনেক প্রতিষ্ঠিত দলকেই কাঁপিয়ে দিচ্ছে। আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডেতে স্বাগতিকদের ২-১এ হারিয়েছে আফগানরা। যা গত দুই বছরে বিদেশের মাটিতে তাদের চতুর্থ সিরিজ জয়, অথচ দীর্ঘদিন ভিনদেশে বাংলাদেশ মাত্র পাঁচটি সিরিজই জিততে পেরেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটা ছিল আফগানিস্তানের ১০০তম ওয়ানডে, যদিও ওই ম্যাচটা হেরে যায় সফরকারীরা। তবে নিজেদের ১০০ ওয়ানডতে সাফল্যের বিচারে এমনকি পাকিস্তান-বাংলাদেশ তো বটেই, এমনকি ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিও তাদের চেয়ে পিছিয়ে। যে কীর্তিতে এশিয়ার সেরা আফগানিস্তানই। প্রথম ১০০ ওয়ানডের ৫২টিতেই জয় পেয়েছে তারা। নিজেদের প্রথম ১০০ ওয়ানডতে এই ৫২ জয়ের বিপরীতে ৪৬ ম্যাচে হেরেছে আফগানিস্তান। বাকি দুটি ম্যাচ ফলহীন। তালিকার এক নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭৭ ম্যাচে। দক্ষিণ আফ্রিকা ৫৫, ইংল্যান্ড ৫৪ ম্যাচে। জয়ের হারে আফগানিস্তানের পর অর্থাৎ পাঁচ নম্বরে নিউজিল্যান্ড। কিউইরা নিজেদের প্রথম ১০০ ম্যাচে ৪৬ ম্যাচে। ৬ নম্বরে থাকা অস্ট্রেলিয়া জিতেছে ৪৫ ম্যাচে। তালিকার ৭ নম্বর নামটিও বিস্ময়কর, আয়ারল্যান্ড। আইরিশরা প্রথম ১০০ ম্যাচের ৪৪টিতে জিতেছে। জয় সংখ্যার ভিত্তিতে এর পরে যথাক্রমে পাকিস্তান (৪২), ভারত (৪০), স্কটল্যান্ড (৩৫), কেনিয়া (৩২), জিম্বাবুইয়ে (২১) ও শ্রীলঙ্কা (২০)। প্রশ্ন উঠতেই পারে টেস্ট পরিবারের অন্যতম সদস্য বাংলাদেশের নাম কোথায়? উত্তর পেতে তলানির দিকে তাকাতে হবে। যে ১৪টি দেশ ১০০ ওয়ানডের মাইলফলক ছুঁয়েছে তাদের মধ্যে প্রথম ১০০ ম্যাচে সবচেয়ে কম জয় বাংলাদেশেরই। সংখ্যাটাও রীতিমতো আতকে উঠার মতো। বাংলদেশ জিতেছে মাত্র ৬ ম্যাচে। হার ৯২ ম্যাচে। বাকি দুটি ম্যাচে ফল হয়নি। বাংলাদেশের প্রায় ২০ বছর পর ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান। সেই দেশটিই জয়ের হারে অস্ট্রেলিয়া-ভারত-পাকিস্তানের মতো পরাশক্তিদের পেছনে ফেলে ৪ নম্বরে। ক্রিকেটে আফগানদের উত্থান যাত্রাটা আসলে বিস্ময়কর। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। শুধু ভারত-অস্ট্রেলিয়াই নয় প্রথম ১০০ ম্যাচের মধ্যে জয়ের হিসেবে পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে আফগানরা। বাংলাদেশকে তো তুলনাই করা যায় না। অর্থাৎ প্রথম ১০০ ম্যাচের মধ্যে জয়ের হিসেবে আফগানিস্তানই এশিয়ার সেরা।
×