ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পিতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

 কক্সবাজারে পিতাকে  কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে পিতাকে কুপিয়ে হত্যা করেছে পাষ- ছেলে। পারিবারিক কলহের জের ধরে রবিবার ভোরে শাপলাপুর জেমঘাট হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়ার (৫৫) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মহেশখালী থানার ওসি (তদন্ত) জানান, কিছুদিন আগে কালা মিয়ার স্ত্রী মারা গেলে তিনি আবার বিয়ে করেন। এই নিয়ে ছেলে নেজাম উদ্দীনের (২৫) সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আসছিল। এর অংশ হিসেবে রবিবার ভোরে পুত্র নেজাম উদ্দীন দা দিয়ে কোপায় কালা মিয়াকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। . কুমিল্লায় ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, নিখোঁজের ৫ দিন পর মোঃ রাব্বি নামের এক ছাত্রলীগ কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার দেবিদ্বার থানা পুলিশ জাফরাবাদ এলাকার তার নানার বাড়ির পাশের একটি খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রাব্বি দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিল। এ বিষয়ে রাব্বির মা আনোয়ারা বেগম বাদী হয়ে রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। রবিবার মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। জানা যায়, ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বির (১৯) বাবা দ্বিতীয় বিবাহ করায় সে তার মায়ের সঙ্গে উপজেলার জাফরাবাদ গ্রামে তার নানার বাড়িতে থাকত। গত ২৮ আগস্ট সে তার নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। . রাজশাহীতে চালক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়া উপজেলার গ্রামে চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শনিবার রাতের যে কোন সময় উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকপলাশী গ্রামের একটি কলাবাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম জাহাঙ্গীর হোসেন (৩৫)। তিনি পুঠিয়া পৌর এলাকার গ-গোহালি মহল্লার রজব আলীর ছেলে। পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান, শনিবার রাত ৮টার দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর আর বাড়ি ফিরেননি। সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। . রূপগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কাঞ্চন এলাকার আমেরিকান সিটির বালুর মাঠ থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ভোলাব তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক রুহুল হক জানান, শনিবার রাতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। . আদমদীঘিতে শ্রমিক নিজস্ব সংবাদদাতা সান্তাহার বগুড়া থেকে জানান, আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের নয়ন (১৮) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ রবিবার লাশ উদ্ধার করেছে। জানা গেছে, ওই গ্রামের মোস্তফার ছেলে নয়ন প্রতিবেশী এক ব্যক্তির মৎস্য চাষের পুকুরে মাছের খাবার দেয়া ও পাহারাদার শ্রমিকের কাজ করছিল। শনিবার বিকেলে পুকুরে মাছের খাবার দেয়ার পর অসুস্থ হয়ে পড়ে। ঘটনা জানার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় সে মারা যায়।
×