ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোবিপ্রবি পরিবারের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:৪১, ৩ সেপ্টেম্বর ২০১৮

 নোবিপ্রবি পরিবারের  জাতির পিতার  সমাধিতে শ্রদ্ধা

জাতির পিতার ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নোবিপ্রবি পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর মিনিট নীরবতা পালন করেন। পরিশেষে ফাতেহা পাঠ করে বিশেষ মুনাজাতের মাধ্যমে জাতির পিতাসহ সকল শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, আইআইটি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. গাজী মোঃ মহসিন, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মোঃ আতিকুর রহমান ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. দিব্যদ্যুতি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×