ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টর্চের আলোয় অর্ধ কোটি টাকার ঢালাই কাজ !

প্রকাশিত: ০৫:৩৮, ৩ সেপ্টেম্বর ২০১৮

 টর্চের আলোয় অর্ধ  কোটি টাকার  ঢালাই কাজ !

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ২ সেপ্টেম্বর ॥ জেলার পানছড়ি-দুদুকছড়া সড়কে ব্রিজ নির্মাণ কাজ চলছে। একই ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে ৮টি ব্রিজসহ পুরো জেলায় নির্মাণ করছে ১৩টি ব্রিজ-যার মোট ব্যয় আনুমানিক ৬২ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু চলমান কাজের গুণগতমান এতই খারাপ যে নির্মাণের কিছু দিনের মধ্যেই এগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, সম্প্রতি এক রাতে উপজেলার কানুনগোপাড়া পার হয়ে পূজগাং এলাকায় গিয়ে দেখা যায়, অন্ধকারে টর্চ মেরে ঢালাই করার চিত্র। ওয়ার্ক এ্যাসিসটেন্ট থেকে শুরু করে এস ও কাউকে খুঁজে পাওয়া যায়নি। শ্রমিকদের এক সরদার এই প্রতিবেদকে জানায়, এস.ও স্যার সকাল সাড়ে দশটায় চলে গেছেন। তাছাড়া ওয়ার্ক এ্যাসিসটেন্ট বিকেলের আগেই চলে যায়। রাতের অন্ধকারে টর্চের আলোতে ঢালাইয়ের মান কেমন হয় তা জানতে চাইলে তিনি নীরবতা পালন করে বলেন, আসলে মেশিনটা ডিস্টার্ব করছিল তাই লেট হয়েছে। প্রায়ই টর্চের আলোয় ঢালাই চলে, তখনও কি মেশিন খারাপ থাকে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। জানা গেছে, বড়পাড়া (বড় কলক) বাবুড়াপাড়া ও কানুনগোপাড়া ব্রিজগুলো নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। সব ব্রিজের কাজেই ব্যবহৃত হচ্ছে মরিচা পড়া লোহার রড। তাছাড়া বাবুড়া এলাকায় ব্রিজের পাইলিং সিডিউল মতো না করায় এলাকাবাসী প্রতিবাদ নিয়ে এগিয়ে এলে তাদের আর্থিকভাবে মুখ বন্ধ করা হয়। তাছাড়া লোগাং বাজার থেকে দুদুকছড়া যেতে প্রথম ব্রিজটির পাশের পাহাড় কাটা হয়েছে সরকারী অনুমতি ছাড়া। রাতের আঁধারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে চেংগী নদী থেকে বালু উত্তোলন করছে অহরহ।
×