ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়পুকুরিয়া কয়লা খনিতে ক্যাবের তদন্ত শুরু

প্রকাশিত: ০৫:৩৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

 বড়পুকুরিয়া কয়লা খনিতে ক্যাবের তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২ সেপ্টেম্বর ॥ বড়পুকুরিয়ায় কয়লা চুরির ব্যাপারে ক্যাবের (কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পক্ষে অধ্যাপক সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি রবিবার থেকে তদন্ত শুরু করেছে। চলবে সোমবার পর্যন্ত। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন স্থপতি মোবাশে^র হোসেন, ড. এম শামসুল আলম, ড. বদরুল আলম, ড. সুশান্ত কুমার দাস ও ড. এম এম আকাশ। তদন্ত কমিটির প্রধান সৈয়দ আবুল মকসুদ জানান, এই চুরির ব্যাপারে সরকার ও দুদক তদন্ত কমিটি গঠন করেছে। যেহেতু কয়লা জনগণের সম্পদ, তাই ভোক্তাদের পক্ষ থেকে এ তদন্ত। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি ও বিদ্যুত উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদে আরও জানতে চেয়েছি। কয়লা জাতীয় অমূল্য সম্পদ, সে কারণে এ ঘটনায় জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। তাই আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা চাইব এ ধরনের জাতীয় সম্পদের অপচয় আর যেন না হয়। তদন্তের মাধ্যমে সমস্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব সরকারের নিকট আমরা জমা দেব। সরকার ও জনগণ প্রকৃত রিপোর্টের দিকে চেয়ে আছে বলে তিনি জানান।
×