ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে গ্রেফতার ৩৯৫

প্রকাশিত: ০৫:৩৫, ৩ সেপ্টেম্বর ২০১৮

  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে গ্রেফতার ৩৯৫

জনকণ্ঠ ডেস্ক ॥ থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে দেশে ফেরার সুযোগ শেষ হওয়ার পরই শুক্রবার মালয়েশিয়াজুড়ে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। তারা জানিয়েছে, সাঁড়াশি এই অভিযানে কয়েক শ’ অবৈধ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তবে আটকদের মধ্যে কত বাংলাদেশী রয়েছেন তা এখনও জানা যায়নি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ শনিবার রাতে ৩৯৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনার সময় এক নারী ইমিগ্রেশন অফিসার আহত হয়েছেন বলে জানা গেছে। খবর ওয়েবসাইটের। এদিকে এই অভিযানের কারণে মালয়েশিয়ার বাঙালী অধ্যুষিত কোতারায়া এলাকা এখন ফাঁকা। এছাড়া বাসগুলোতেও আর দেখা মিলছে না বিভিন্ন দেশের অভিবাসীদের। অভিযানের ফলে শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে বলেও জানিয়েছেন একাধিক মালিক। অনেকেই অভিযোগ করেছেন, ভিসা থাকা সত্ত্বেও গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে এজেন্টের নামে ভিসা করে বিভিন্ন জায়গায় কাজ করলেও অভিবাসন বিভাগ বলছে, অনুমতি ছাড়া অন্য জায়গায় কাজ করলেই তাদের অবৈধ হিসেবে বিবেচিত করা হবে। ইমিগ্রেশন বিভাগের প্রধান মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, সম্ভাব্য সব জায়গায় আমাদের অভিযান পরিচালিত হবে।
×