ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনের দাপটে পর্দা নামল গেমসের

প্রকাশিত: ০৫:২৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

  চীনের দাপটে পর্দা নামল   গেমসের

মোঃ মামুন রশীদ ॥ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও সুমাত্রা দ্বীপের নগরী প্যালেমবাংয়ে গত ১৬ দিনের মিলনমেলা ভেঙ্গে গেল রবিবার। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহ ১৮তম এশিয়ান গেমসের সমাপ্তি ঘোষণার পরই জাকার্তার গেলোরা বাং কারনো স্পোর্টস কমপ্লেক্সের মশাল নেভানো হয় এবং পতাকা নামিয়ে ফেলা হয়। চার বছর পর আবার এশিয়ার সর্ববৃহৎ এবং অলিম্পিকের পর দ্বিতীয় সেরা ক্রীড়া আসরটি চীনের হ্যাংঝু শহরে অনুষ্ঠিত হবে। সেই আয়োজকদের কাছে হস্তান্তর করা হয় এশিয়াডের মশাল। এবারও চীন ১৩২ স্বর্ণসহ ২৮৯ পদক নিয়ে শীর্ষস্থানে থেকে শেষ করেছে। অলিম্পিকের প্রধান টমাস বাখ এই আসরটির মতোই দুই কোরিয়াকে ২০২২ টোকিও অলিম্পিকে সম্মিলিত প্যারেড ও সম্মিলিত দল নিয়ে অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন। এবার এশিয়াডে জাপান হতে পেরেছে ৭৫ স্বর্ণপদকসহ ২০৫ পদক নিয়ে দ্বিতীয় আর স্বাগতিক ইন্দোনেশিয়া চতুর্থ স্থান দখলে রেখে শেষ করেছে ৩১ স্বর্ণসহ ৯৮ পদক নিয়ে। সেদিক থেকে অনেক ধরনের শঙ্কাকে পেছনে ফেলে নৈপুণ্যে এবং আয়োজনে বেশ সফল ইন্দোনেশিয়া। সন্ত্রাসী কর্মকা- নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা, যাতায়াত ব্যবস্থায় অব্যবস্থাপনা, পরিবেশ দূষণ ও বিভিন্ন অঞ্চলের কটু গন্ধ নিয়ে সমালোচনা থাকলেও এর কোন প্রভাব পড়েনি এশিয়ান গেমসে। মাত্র ৩ বছর প্রস্তুতি নিয়ে একেবারেই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নজর কেড়েছে ইন্দোনেশিয়া। উদ্বোধনীতে দুই কোরিয়ার (উত্তর ও দক্ষিণ কোরিয়া) এ্যাথলেটরা সম্মিলিতভাবে প্যারেডে অংশ নিয়েছিল। তবে সমাপনীতে ৪০ ক্রীড়ায় অংশ নেয়া এ্যাথলেটরা ক্রীড়ানুক্রমিকভাবে অংশ নেয় প্যারেডে। এ বিষয়ে অলিম্পিক কমিটির প্রধান বাখ বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করব যেন টোকিও অলিম্পিকে তারা সম্মিলিতভাবে কুচকাওয়াজও করে ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।’ ভ্রাতৃত্ব, সাম্য ও শান্তির এই বার্তায় এবার এশিয়াডের স্লোগান ছিল, ‘ফিল দ্য এনার্জি ফর এশিয়া।’ সেই স্লোগান নিয়েই শেষ হলো এবারের আসরের যার শুরুটা হয়েছিল আতশবাজি দিয়ে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, ভাইস প্রেসিডেন্ট জোসেফ কাল্লার ভাষণের পরই অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহ দুই শহর এবং ১৩ হাজার স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে গেমস সমাপ্তি ঘোষণা করেন। এরপর আসল উৎসবে নাচ-গানের বর্ণাঢ্য আয়োজন ছিল। তবে এবারের আসরটি শতভাগ সফল হলেও ৭টি দেশের জন্য হতাশা। তারা কেউ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ১৫৫২টি পদকের একটিও দখলে নিতে পারেনি। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, ইয়েমেন, ওমান, পূর্ব তিমুর ও ফিলিস্তিন।
×