ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন এলেই একটি মহল ষড়যন্ত্র শুরু করে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২২, ৩ সেপ্টেম্বর ২০১৮

 নির্বাচন এলেই  একটি মহল  ষড়যন্ত্র শুরু  করে ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নির্বাচন এলেই একটি মহল ষড়যন্ত্র শুরু করে মন্তব্য করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেনÑকোন ফর্মুলা দিয়ে বা সংলাপের কথা বলে লাভ হবে না। ভারত, আমেরিকাসহ সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে। নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল দলেরই আছে, কোন দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও জ্বালাও-পোড়াও করার অধিকার কারও নেই। তিনি রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা সদর ও বিকেলে তার নির্বাচনী এলাকা কাজিপুরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শুভ উদ্বোধন করেন পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ম-লীর সদস্য এ্যাডভোকেট বিমল কুমার দাস। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ৩১ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং বিকেলে কাজিপুরের মাইজবাড়িতে যমুনার পারে শহীদ এম মনসুর আলী ইকোপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ করেন। এ অনুষ্ঠানে বক্তব্য দেন পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, রেড ক্রিসেন্ট সোসাইটির গবর্নিং বডির মেম্বার এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মুকুল। জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ধর্মীয় সমাবেশে তিনি বলেছেন-বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। এ দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করে। কিন্তু একাত্তরের পরাজিত ও স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্র করে দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের পায়তারা করছে। সিরাজগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু। বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান। সমাবেশে বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেছেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন্ দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে। সমাবেশে তিনি সরকার ও আওয়ামী লীগের ছোটখাটো কিছু ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে বলেছেন: দেশের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
×