ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবার জন্মালে বাঙালী হয়ে জন্ম নিতে চাই ॥ কাজুও আজুমা

প্রকাশিত: ০৫:২২, ৩ সেপ্টেম্বর ২০১৮

  আবার জন্মালে বাঙালী হয়ে জন্ম নিতে চাই ॥ কাজুও আজুমা

সাজ্জাদ হোসেন সজিব, টোকিও থেকে ॥ সূর্যোদয়ের দেশ জাপানে বাংলা সাহিত্য, সংস্কৃতি চর্চা ও প্রসারে প্রথমবারের মতো বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরাম-জাপানের উদ্যোগে হয়ে গেল টোকিও বইমেলা। ‘বই পড়ুন, আলোকিত বিশ্ব গড়ুন’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে টোকিওর ইতাবাশি ওইয়মা গ্রীন হলে অনুষ্ঠিত হয় এই বইমেলা। মেলার উদ্বোধন করেন জাপানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাজিমে ইশিই সান। তার লেখা ‘ঢাকায় জাপানী বিমান ছিনতাই’ বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বইমেলা শুরু হয়। বইটির বাংলা অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে সান। মেলায় প্রধান অতিথি ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বিশেষ অতিথি ছিলেন মাৎসুশিরো হোরিগুচি, কাজুও আজুমা ও কাজুহিরো ওয়াতানাবে সান। এতে অংশগ্রহণ করে বইপত্র ও প্রথমা প্রকাশনী। ফোরামের সভাপতি জুয়েল আহসান কামরুল অতিথি ও লেখকদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান। ফোরামের সাধারণ সম্পাদক ও বইমেলা কমিটির আহ্বায়ক ডাঃ শাহরিয়ার মোহাম্মদ সামস (সামি) বইমেলার ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে সকল কূপম-ুকতার উর্ধে উঠে মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানানো হয়। তিনি বলেন, ‘প্রবাসে শত ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে বইমেলার এমন সার্থক আয়োজন সত্যিই গর্বের বিষয়। সবার সদিচ্ছা ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। বাংলাদেশ দূতাবাসকে তাদের ভূমিকার জন্য তিনি বিশেষ ধন্যবাদ।’ মেলায় বিপুল দর্শনার্থী ও ক্রেতা সমাগম ঘটে। পরে ‘প্রবাসে বাংলা সাহিত্য চর্চার সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার হয়। বইমেলা কমিটির উপদেষ্টা মনজুরুল হক ও আবদুর রহমান নোবেল বিজয়ী সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা ও কেনজাবুরো ওয়ের সাক্ষাতকার নেয়ার স্মৃতিচারণ করেন। কাজুও আজুমা বলেন, আমি আরেকবার জন্ম নিলে বাঙালী হয়ে জন্ম নিতে চাই। কাজুও আজুমা রেইতাকু বিশ্ববিদ্যালয় ও সুকুবা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর। তিনি বাংলা ভাষাসাহিত্য নিয়ে বিশেষত রবীন্দ্রনাথ নিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন। জাপান প্রবাসী বাংলাদেশীরা বলেন, প্রবাসে এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
×