ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ গেল ১০ জনের, আহত ৮০

প্রকাশিত: ০৫:১৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

  সড়কে প্রাণ গেল ১০ জনের, আহত ৮০

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। এদের মধ্যে রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়। বগুড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। চট্টগ্রামে কারের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহত হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস চাপায় এক নারী নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। রংপুর ॥ রংপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন। নিহত ৫ জনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বর্মন গ্রামের রুবেল হোসেনের স্ত্রী রোকসানা (২০), সৈয়দপুরের বোতলাগাড়ি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী অমিজন (৪৫) এবং পঞ্চগড়ের শিশু শাহীন মিয়া (১২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে চিকিৎসাধীন শিশু শাহীন মারা যায়। রংপুর মেডিক্যালের জরুরী বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ২২ জন মেডিক্যালে ভর্তি আছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বগুড়া ॥ বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরের মহিপুর এলাকায় শনিবার গভীর রাতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছে। প্রথম দুর্ঘটনা ঘটে রাত সাড়ে বারোটার দিকে। রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চাঁদনী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। তার হলেন এনা পরিবহনের যাত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাজ্জাদ আলী (২০) ও চাঁদনী পরিবহনের চালক বগুড়ার কাহালুর মিঠু মিয়া (২২)। অপর দুর্ঘটনাটি ঘটে বেলা দেড়টার দিকে মহিপুর থেকে কিছুটা দূরে। ঢাকাগামী এসআর ট্রাভেলসের যাত্রী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এক ব্যক্তি মারা যান। তিনি হলেন বাসের সুপারভাইজার বগুড়ার শিবগঞ্জের শমসেরদীঘির জাহিদুল ইসলাম (২৫)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত তুষার দাশ (২৫) ছিলেন বিএসআরএমের একজন কর্মচারী। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে লালখান বাজার এলাকায় দুর্ঘটনায় পতিত হন মোটরবাইক আরোহী তুষার। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। না’গঞ্জ ॥ নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের আটি কাঠেরপুল এলাকায় শ্রমিক বহনকারী একটি বাসের চাপায় মিনু আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৭টায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মিনু আক্তার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর কামারগাঁও গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। মিনু আক্তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকায় ভাড়া থাকত। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ জানায়, রবিবার সকাল ৭টায় আটি কাঠেরপুল এলাকায় মিনু আক্তার রাস্তা পার হচ্ছিল। এ সময় আদমজী ইপিজেডের শ্রমিক পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মিনু আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় শ্রমিক পরিবহনের ঐ বাসটি দ্রুত শিমরাইলের দিকে চলে যায়। তিনি জানান, ঘাতক গাড়িটি আমরা শনাক্ত করতে পেরেছি। গাড়িটি আটকের প্রক্রিয়া চলছে। একটি সূত্র জানায়, আদমজী ইপিজেডের শ্রমিক পরিবহনের গাড়িগুলো প্রায় সময় বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। এছাড়া এ সকল গাড়ির অধিকাংশেরই কোন বৈধ কাগজপত্র নেই।
×