ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে প্রেমের আগুনে পুড়ে একটি পরিবার গৃহহারা

প্রকাশিত: ০৪:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

 চরফ্যাশনে প্রেমের  আগুনে পুড়ে  একটি পরিবার গৃহহারা

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২ সেপ্টেম্বর ॥ ভোলার চরফ্যাশনের চরআইচা গ্রামের নুরমোহাম্মদ ফরাজীর ছেলে নজরুল ও একই গ্রামের মোস্তফার দিদারের মেয়ে খাদিজা আক্তার বর্শাকে ভালবেসে বিয়ে করেন। আর ওই বিয়ে নজরুল পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায়। খাদিজার পিতা মোস্তফা অপহরণ মামলা দিয়ে নজরুল ও তার পরিবারে দেড় বছরের শিশুসহ ৫ জনকে জেলে পাঠানোর পর নজরুলের বসতঘর লুট করে আগুনে পুড়ে দেয়। রবিবার বেলা ১১টায় নজরুলের বড় ভাই আবুল কাশেম দক্ষিণ আইচা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। আবুল কাশেম অভিযোগ করেন নজরুল ও খাদিজা দুজনে প্রেম করে পালিয়ে ১ জুলাই ফরিদপুরে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। ওই বিয়ে মেনে নিতে পারেননি খাদিজার বাবা মোস্তফা। তিনি ৪ জুলাই দক্ষিণ আইচা থানায় মেয়ে নিখোঁজ বলে সাধারণ ডায়রি করেন পরবর্তীতে ২ আগস্ট নজরুল, নজরুলের মা, ভাই, ভাবিসহ ৬ জনকে আসামি করে অপহরণ মামলা করেন। ওই মামলায় থানা পুলিশ ৬ আগস্ট নজরুল, নজরুলের মা সালেখা, ভাবি জাহানারাকে দুগ্ধপোষ্য দেড় বছরের কন্যা সানজিদাসহ এবং বড় মেয়ে জামাতা রিয়াদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এরপর ক্ষুব্ধ খাদিজার বাবা মোস্তফা দিদার ও চাচা আল আমিন দিদার গত ৮ জুলাই নজরুলের বসতঘর লুট করে আগুন দিয়ে পুড়ে দেন।
×