ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় চার ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

 মাগুরায় চার ঘর  ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২ সেপ্টেম্বর ॥ মহম্মদপুর উপজেলার মৌশা আশ্রয়ণ প্রকল্পে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৪ ঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। জানা গেছে, মহম্মদপুর উপজেলার মৌশা প্রকল্পের বাসিন্দা আব্দুল জলিলের ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং তা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন আয়ত্বে আনে। রবিবার সকালে জেলা প্রশাসক আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য প্রদান করেছেন । . চাঁদপুরে ১১ ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার ভোরে চাঁদপুর সিআইপি বেড়িবাঁধের উপরে উল্লিখিত বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মালিকরা হচ্ছেন, সোহাগ পাটওয়ারী, বিল্লাল জামাদার, বাবুল মাল, মজিব শীল, জয়দেব শীল, সেলিম সরদার, কামাল মোল্লা। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিল মুদি দোকান ৩টি, ফার্মেসি ১টি, মৎস্য আড়ৎ ৩টি, চা দোকান ১টি, কনফেকশনারি ৩টি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৩টার দিকে ওই বাজারের মিন্টু জমাদারের দোকান থেকে সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
×