ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেধাবী ছাত্রী ইতি বাঁচতে চায়

প্রকাশিত: ০৪:২৮, ৩ সেপ্টেম্বর ২০১৮

 মেধাবী ছাত্রী ইতি বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেধাবী স্কুলছাত্রী ইতি আক্তার (১৬) বাঁচতে চায়। যে বয়সে স্কুল জীবনের সহপাঠীদের সঙ্গে পড়াশুনা নিয়ে তার ব্যস্ত থাকার কথা, ভাগ্যের নির্মম পরিহাসে সেই সময়ে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত তিন বছর ধরে জীবনের প্রতিটি মুহূর্ত তাকে লড়াই করতে হচ্ছে বেঁচে থাকার জন্য। ক্রমেই টিউমারের অংশ বড় হওয়ায় ইতি আক্তারের একটি চোখ বিকৃত আকার ধারণ করছে। দীর্ঘসময়ে চিকিৎসা করাতে গিয়ে ইতি আক্তারের অসহায় দিনমজুর পিতা রুস্তুম আলী পাইক তার সব সহায়-সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন। সর্বশেষ চিকিৎসকরা জানিয়েছেন, জরুরী ভিত্তিতে ইতি আক্তারকে ভারতের মাদ্রাজে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা না হলে তাকে আর বাঁচানো যাবে না। কিন্তু এজন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। যা অসহায় ইতির পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই ইতির উন্নত চিকিৎসার আশা ছেড়ে দিয়েছেন তার দিনমজুর পিতা রুস্তুম আলী। কিন্তু মেধাবী ছাত্রী ইতি আক্তার এখনও উন্নত চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। তার শতভাগ বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার বার্তা পৌঁছলে নিশ্চয় তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন। বরিশালের গৌরনদী গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী ইতি আক্তার পৌর সদরের তিখাসার মহল্লার রবিউল ভিলা সংলগ্ন এলাকার বাসিন্দা দিনমজুর রুস্তুম আলী পাইকের ছোট কন্যা। বর্তমানে মেয়ের (ইতি) চিকিৎসার জন্য সব খুঁইয়ে নিঃস্ব হয়ে যাওয়া রুস্তুম আলীর সাত সদস্যর অভাবের সংসার চলে পুত্র টুটুল হোসেনের সামান্য একটি চায়ের দোকানের উপার্জিত অর্থে। যেমন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। চিকিৎসকের পরামর্শে ইতি আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের কাছে নেয়া হয়। চিকিৎসকরা প্রথমে অপারেশনের মাধ্যমে টিউমারটি অপসারণের আশ্বাস দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে শেষমেশ জানিয়ে দিয়েছেন জরুরী ভিত্তিতে ভারতের মাদ্রাজে নিয়ে অপারেশন করানো না গেলে ইতি আক্তারকে বাঁচানো সম্ভব হবে না। উন্নত চিকিৎসার মাধ্যমে মেধাবী স্কুলছাত্রী ইতি আক্তারকে বাঁচাতে সাহায্য পাঠাবার ঠিকানা- টুটুল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০২০০০০২০৮৭৮৬১, অগ্রণী ব্যাংক লিমিটেড, গৌরনদী শাখা, বরিশাল।
×