ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীরসরাইয়ে নিহত ১ আহত ২০

রেলক্রসিংয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কা

প্রকাশিত: ০৪:২৮, ৩ সেপ্টেম্বর ২০১৮

রেলক্রসিংয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কা

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার রাত ৩টা ৪০ মিনিটের সময় ঢাকার দিকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় ট্রেনের সামনে পড়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় বাসটি উল্টে লাইনের ওপর ছিটকে পড়ে। ওই অবস্থায় বাসটিকে ঠেলে প্রায় ৫০০ মিটার সামনে নিয়ে ট্রেনটি থামে। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোন ভেরিয়ার দেয়া হয়নি। দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা সুনির্মল চাকমা (৫৫) নামে একজন বাসযাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় আহতরা হলো মংশি প্রু মার্মা, আবদুল করিম, নিউটন চাকমা, মিষ্ট ত্রিপুরা, দিপ্তী চাকমা, বার্ম বিলা চাকমা, দোস ত্রিপুরা, কজু ত্রিপুরা, নিরেশ চাকমা, সুজন ত্রিপুরা, প্রমি ত্রিপুরা, লোলন দেওয়ান, জু চাকমা, মিনা চাকমা, ডুসুম বীথি, সুনিমল চাকমা, অজ্ঞত, বিজিবি সদস্য মারুফ হোসেন, অজ্ঞাত, গিতা দাশ। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ নুরুল আবছার বলেন, বাস দুর্ঘটনার ঘটনায় হাসপাতালে ২০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা সুনির্মল চাকমা নামে একজন মারা গেছেন। আহত ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে। যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সীতাকু- জিআরপি পুলিশের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার সুনির্মল চাকমা নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসনে কাজ করতেন বলে জানা গেছে। আহত ২০ জনের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চালকসহ মোট ১৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, বারইয়ারহাট রেলক্রসিংয়ে গিয়ে গেটম্যান মোঃ আরিফকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেন আসার পূর্বে রেলক্রসিং বন্ধ করা হয়নি। যার ফলে বাসটি রেল লাইনে উঠে যায়। দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা রেলওয়ের চিনকী আস্তানা স্টেশন মাস্টার ওয়াহিদুর রহমান দাবি করেন, ট্রেন আসার পূর্বে রাত ৩টা ৪০ মিনিটে গেটম্যান মোঃ আরিফকে স্টেশন থেকে টেলিফোন করা হয় রেলক্রসিংয়ে ভেরিয়ার দেয়ার জন্য। কিন্তু কয়েকবার কল দেওয়ার পরও আরিফ টেলিফোন উঠায়নি। ফলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসের সামনে পড়ে যায় বাসটি।
×