ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডোমারে কবিরাজের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৭, ৩ সেপ্টেম্বর ২০১৮

 ডোমারে কবিরাজের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গ্রাম্য কবিরাজের দেয়া ওষুধ খেয়ে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে নাজিমুল ইসলাম (২২) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই চিকিৎসায় ওই কবিরাজের দেয়া ওষুধ খেয়ে আরও তিন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো একই গ্রামের নরেন চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (৩০), উক্ত ইউনিয়নের হরিহরা গ্রামের আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (২৫) ও আব্দুল মান্নানের ছেলে সামসুল হক (২৫)। এ ঘটনার পর উক্ত ইউনিয়নের হরিহরা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে গ্রাম্য কবিরাজ সাইফুল ইসলাম পালিয়ে গেছে। রবিবার সকালে ডোমার থানা পুলিশ আব্দুল মান্নানের ছেলে নাজিমুল ইসলামের মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামের কবিরাজ সাইফুল ইসলাম ইউনিয়নের ধরনীগঞ্জ বাজারে হোটেল ব্যবসার পাশাপাশি কবিরাজি চিকিৎসা করে থাকে। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় নববিবাহিত যুবক নাজিমুল ইসলামসহ ওই চার জন চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে যায়।
×