ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৪:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

 বিষ প্রয়োগে মাছ নিধন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২ সেপ্টেম্বর ॥ উপজেলার এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে বিষক্রিয়ায় মারা গেছে প্রায় সাত লাখ টাকার বিভিন্ন জাতের মাছ। রবিবার ভোরে পুকুরের পানিতে শত শত মাছ মরে ভেসে উঠলে ঘটনাটি জানতে পারেন মৎস্য চাষী রুকন উদ্দিন। জানা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের রুকন উদ্দিন দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সঙ্গে জড়িত। তিনি বাড়ির পাশে ৫০ শতক জমিতে তেলাপিয়া, শিং ও পাবদা মাছের চাষ করেন। রবিবার ভোরে পুকুরে গিয়ে দেখা যায় পানির ওপর অসংখ্য মাছ ভেসে রয়েছে। এ অবস্থায় প্রতিবেশীদের ঘটনাটি অবহিত করেন। রুকন উদ্দিন বলেন, ধার-দেনা করে (৫০ শতক) জমির পুকুরে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করেন।
×