ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কুল সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৪:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

 স্কুল সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২ সেপ্টেম্বর ॥ সৈয়দপুরে এক কিন্ডার গার্টেন বিদ্যালয়ের সভাপতি কর্তৃক পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রেশমা ইয়াসমীন নামে ওই শিক্ষার্থীর মা শনিবার রাত সাড়ে দশটায় সৈয়দপুর থানায় ওই সভাপতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। শহরের পৌর ১২নং ওয়ার্ডের নতুন বাবুপাড়া সেন্টপল নামের ওই প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় শহরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, গত ৩০ আগস্ট ওই বিদ্যালয়ের দুপুরে স্কুল ছুটির পর কোচিংয়ের জন্য প্রতিদিনের মতো অপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে। এ সময় মুষলধারে বৃষ্টির কারণে ওই শিক্ষার্থী কোচিং কক্ষে আশ্রয় নেয়। এ সময় আগে থেকেই স্কুলে অবস্থান নেয়া বিদ্যালয়ের চেয়ারম্যান ত্রিমতি বিশ্বাস (৭০) শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং পরে কুপ্রস্তাব দেয়াসহ যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পবিবারকে জানায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা বিষয়টি অন্যন্য শিক্ষকদের জানালেও কোন প্রতিকার না পাওয়ায় পরে শনিবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে পরিচালকের এমন কর্মকা-ের জবাবদিহিতা চান। ওই শিক্ষার্থীকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণে বাধাসহ স্কুল থেকে বের করে দেয়া হবে বলে হুমকি দেয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি। পরে নিরুপায় হয়ে ওই শিক্ষার্থীর মা রেশমা ইয়াসমীন ন্যায়বিচার চেয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
×