ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গুলিবিদ্ধ আনসারের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

 টঙ্গীতে গুলিবিদ্ধ  আনসারের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২ সেপ্টেম্বর ॥ টঙ্গীর মরকুন এলাকায় জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে দায়িত্ব পালনকারী এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম জুনায়েদ (২৫), তার বাবার নাম জসিম উদ্দিন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জকিগঞ্জ থানার উজাখানপুর গ্রামে। কি কারণে গুলিতে আনসার সদস্যসের মৃত্যু হয়েছে তার সহকর্মী বা অন্য কোন সূত্র সঠিক তথ্য দিতে পারছে না। নিহত আনসার সদস্য বেশ কিছুদিন ধরে বোর্ডের নিরাপত্তার দায়িত্বে অন্য সদস্যদের সঙ্গে কাজ করছিলেন। জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে গুদামের বাথরুমের ভেতরে গুলিবিদ্ধের ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে তার সহকর্মীরা জুনায়েদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে টঙ্গী থানা পুলিশে খবর দেয়।
×