ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধরে নিয়ে যাওয়া জেলেকে সাত দিনেও ফেরত দেয়নি মিয়ানমার

প্রকাশিত: ০৪:২৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

 ধরে নিয়ে যাওয়া জেলেকে সাত দিনেও ফেরত  দেয়নি মিয়ানমার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাছ শিকাররত অবস্থায় ধরে নিয়ে যাওয়া টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়ার ফরিদুল আলম (৪৫) নামে এক জেলেকে সাতদিনেও ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। তিনি টেকনাফ উলুবনিয়ার মৃত দলিলুর রহমানের পুত্র। জানা যায়, গত সোমবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান ফরিদুল। নাফ নদীর উলুবনিয়া সীমান্তে বাংলাদেশ জলসীমানায় মোস্তফা সিকদারের চিংড়ি ঘের সংলগ্ন প্যারাবনের পাশে জাল ফেলে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) কয়েকজন সদস্য এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী চিংড়ি ঘেরের কয়েকজন জানান, বেলা ১১টার দিকে প্যারাবনের পাশে স্টিমারের আওয়াজ ও চিৎকার শুনে তারা বাসা থেকে বের হয়ে দেখে বিজিপি ফরিদুল আলমকে তুলে নিয়ে যাচ্ছে। বিষয়টি বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিকে জানানো হলে তারা অপহৃতকে উদ্ধারে সর্বাত্মক সহয়তার আশ্বাস দেন। অপহৃত জেলেকে ফিরিয়ে আনতে বিজিবি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
×