ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তানোর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রকাশিত: ০৪:২২, ৩ সেপ্টেম্বর ২০১৮

 তানোর ইউএনওর মোবাইল  নম্বর ক্লোন করে চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোঃ গোলাম রাব্বীর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউনিয়ন পরিষদের সচিব এবং কর্মচারীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার ইউএনও পরিচালিত ‘উপজেলা প্রশাসন, তানোর, রাজশাহী’ নামে একটি ফেসবুক আইডিতে এ ধরনের সতর্কতামূলক পোস্ট দেয়া হয়েছে। ওই পোস্টে ইউএনও ব্যক্তিগত নম্বরটি উল্লেখ করে লেখেন, আমার ব্যক্তিগত নম্বরটি ক্লোন করে কে বা কারা উপজেলার বাধাইড়, কলমা এবং তালন্দ ইউনিয়ন পরিষদের সচিবসহ অনেকের কাছে চাঁদা দাবি করছেন। বিষয়টিতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে বাধাইড় ইউয়িনের সচিব মোমিনুল ইসলাম, কলমা ইউনিয়নের মোস্তাফিজুর রহমান এবং তালন্দ ইউনিয়নের সচিব রাসেল রহমান বলেন, ইউএনওর ব্যক্তিগত নম্বর থেকে শুক্রবার দুপুর ১১টার দিকে ফোন দিয়ে প্রত্যেকের কাছে ১২ হাজার টাকা করে চাওয়া হয়। ওই নম্বরে (০১৭৯১১১৮২২৬) বিকাশ করে দিয়ে আমার (ইউএনও) সঙ্গে দেখা কর বলে উল্লেখ করা হয়। এ ধরনের ফোন পাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয়। এরপর বিষয়টি ইউএনওকে অবহিত করি। এরপরই তিনি সবাইকে সতর্ক করে দেন। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোঃ গোলাম রাব্বী বলেন, তিনটি ইউনিয়নের সচিবসহ কয়েকজনের কাছে আমার ফোন নম্বর ক্লোন করে চাঁদা চাওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন কাজের কথা বলে টাকা চাওয়া হয়। বিষয়টি জানার পর প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে।
×