ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে দুই অটো চালকল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২২, ৩ সেপ্টেম্বর ২০১৮

  রংপুরে দুই অটো চালকল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২ সেপ্টেম্বর ॥ পরিবেশ রক্ষায় ২টি অটো রাইসমিল বন্ধের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন মহানগরীর মাহিগঞ্জ এলাকার পূর্বপার্শ্বে বাজার ও কলেজ সংলগ্ন ২০ গজের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ রক্ষায় দুটি অটো রাইসমিল বন্ধের দাবিতে রবিবার ১১ টায় স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে ‘পরিবেশ রক্ষা আন্দোলন’ সংবাদ সম্মেলনের আয়োজন করে । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য শাহজাহান মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি লিয়াকত পাটোয়ারি, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, মাহিগঞ্জ এলাকার পূর্বপার্শ্বে বাজার ও কলেজ সংলগ্ন ২০ গজের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই বিগত ১০ বছর যাবৎ ‘মাহিগঞ্জ অটো রাইস মিল’ ও ‘আলম অটো রাইস মিল’ নামে দুটি বৃহৎ অটো রাইসমিল পরিচালিত হয়ে আসছে। মিল দুটি থেকে নির্গত ধোঁয়া ও ছাই এলাকার পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলেছে। বাতাসের মধ্যে কার্বন ও সীসার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় ব্যাপকভাবে বায়ুদূষণ হচ্ছে। এই দূষিত বায়ু গ্রহণের ফলে ছেলেমেয়েরা সর্দি-কাশি, এ্যাজমায় আক্রান্ত হচ্ছে এবং যক্ষা-ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করছে। নির্গত ছাই বাতাসের সঙ্গে মিশে নানারকম চোখের রোগ সৃষ্টি হচ্ছে। নির্গত ময়লা পানি ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে যাওয়ার কারণে টিউবওয়েল থেকে কালো পানি বের হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে ৩০ থেকে ৩৫ ডেসিবল শব্দই যেখানে মানুষের সমস্যা হয় সেখানে ১২০ মিটারের ওপর শব্দ মাত্রা ছাড়িয়ে গেছে। পরিবেশ অধিদফতর মিল দুটির ছাড়পত্র দেয়নি উল্টো ১১.০৭.১৮ তারিখে বন্ধ রাখার নোটিস করে। তারপরও তারা মিল দুটি চালাচ্ছে।
×