ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী টানেল বিদ্যুত উপকেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

 কর্ণফুলী টানেল বিদ্যুত  উপকেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নির্মাণাধীন স্বপ্নের কর্ণফুলী টানেলের জন্য বিদ্যুত উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন রবিবার সকালে এটি উদ্বোধন করেন। বাস্তবায়নের জন্য নির্ধারিত এক বছর সময়ের আগে মাত্র নয় মাসের মধ্যেই উপকেন্দ্রটির কাজ সম্পন্ন হয়েছে। আগামী দু’তিন মাসের মধ্যে পটিয়াতে আরও একটি উপকেন্দ্র উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুত বিভাগ। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী বলেন, কর্ণফুলী টানেলের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের ব্যবস্থা হিসেবে এই উপকেন্দ্রটির কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করতে পারার সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ মহাকাশের সীমানায় নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। পাশাপাশি জলের তলদেশ দিয়েও টানেল করার মতো বিরল কৃতিত্ব অর্জন করেছে। পিডিবির জনসংযোগ বিভাগ জানায়, বাংলাদেশ সরকারের সেতু বিভাগের অর্থায়নে নির্মিত পিডিবির এই কর্ণফুলী টানেল উপকেন্দ্রটি থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে। তবে সেতু বিভাগের চাহিদা ছিল ১৫ মেগাওয়াট। শুধু বিদ্যুত সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতেই উপকেন্দ্রটিতে দুটি ১৬ ও ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। তাছাড়া কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে ১৩২ কেভি গ্রিড স্টেশন স্থাপনের প্রস্তাবনাও ইতোমধ্যেই জমা দেয়া হয়েছে। কর্ণফুলী টানেল উপকেন্দ্র স্থাপনের কাজটি চট্টমেট্টোর (পশ্চিম) তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম জাহাঙ্গীরের তত্ত্বাবধানে এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন সার্বিক তদারকিতে পরিচালিত হয়। উপকেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার দে, মোঃ শামসুল আলম, সহকারী প্রধান প্রকৌশলী ইমাম হোসেনসহ বিউবো এবং সরকারের সেতু বিভাগ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
×