ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনতা ইন্স্যুরেন্সের এজিএম ৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:১৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

  জনতা ইন্স্যুরেন্সের এজিএম ৪ সেপ্টেম্বর

সাধারণ বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ৪ সেপ্টেম্বর, বেলা ১১টায় র‌্যাডিসন ব্লু হোটেলের উৎসব হলে এজিএমের আয়োজন করা হয়েছে। এর আগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ দেয়নি সাধারণ বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ওই হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×