ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

  ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলো মোট ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৬টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়। যার বাজার দর ৩৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্লকে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে রহিম টেক্সটাইলের। কোম্পানির ২ লাখ শেয়ার ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়। এরপরে রয়েছে ন্যাশনাল হাউসিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানির ৭ লাখ ৩৬ হাজার ৮৫০টি শেয়ার ৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×