ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ার কেনা সম্পন্ন করেছে ঢাকা ব্যাংক উদ্যোক্তা

প্রকাশিত: ০৪:১৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

  শেয়ার কেনা সম্পন্ন করেছে ঢাকা ব্যাংক উদ্যোক্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক রাখী দাস গুপ্ত আগের ঘোষণা অনুযায়ী বিদ্যমান বাজার দরে নিজ কোম্পানির ১ লাখ ১৫ হাজার শেয়ার কিনেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) ৭৪ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ঢাকা ব্যাংক, যা এর আগের বছর একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। গেল বছর কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৫ পয়সা। সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে ঢাকা ব্যাংকের ঋণমান ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ডিএসইতে বৃহস্পতিবার ঢাকা ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ২২ শতাংশ বা ২০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৬০ পয়সায়। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ দর ২৬ টাকা ৩০ পয়সা। ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮১২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে আছে ৭৭০ কোটি ২১ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪০ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫ দশমিক ৩২, বিদেশী দশমিক ১৩ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ৩৪ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।
×