ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেনের শেষ ষোলোয় শারাপোভা-সাবালেঙ্কা

প্রকাশিত: ০৪:১২, ৩ সেপ্টেম্বর ২০১৮

 ইউএস ওপেনের শেষ ষোলোয় শারাপোভা-সাবালেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন বিশ্বের এক নম্বর সিমোনা হ্যালেপ। এরপর থেকে তারকা পতন অব্যাহত থেকেছে চলমান ইউএস ওপেনে। বছরের এই শেষ গ্র্যান্ডস্লাম আসরে শিরোপা জিততে পারলে সর্বকালের সেরা হওয়ার রেকর্ড গড়বেন ২৩ গ্র্যান্ডস্লাম জেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বসেরা সেরেনা উইলিয়ামস। তার পথটা খোলাসা হয়ে যাচ্ছে ফাইনালের অনেক আগেই। তৃতীয় রাউন্ড থেকে বেশ কিছু তারকার বিদায় ঘটেছে। ৪ নম্বর বাছাই জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, ৫ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ৬ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, ১০ নম্বর বাছাই লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো এবং ১৩ নম্বর বাছাই হল্যান্ডের কিকি বার্টেন্স বিদায় নিয়েছেন। তবে সেরেনার চিরশত্রু রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা উঠে গেছেন শেষ ষোলোয়। তিনিই অস্টাপেঙ্কোর অগ্রগামিতা রুখে দিয়েছেন সরাসরি ৬-৩, ৬-২ সেটের জয়ে। এছাড়া কানেক্টিকাটে গত সপ্তাহে শিরোপা জেতা বেলারুশের তরুণী এরিনা সাবালেঙ্কা উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। আগেরদিন ইউএস ওপেন থেকে বিদায় নেন একাতেরিনা মাকারোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। আর বড় বোন ভেনাসকে উড়িয়ে দেন সেরেনা। শেষ ষোলোয় তিনি ইতোমধ্যেই পেয়ে গেছেন প্রতিপক্ষ। এস্তোনিয়ার তরুণী কাইয়া কানেপির বিপক্ষে খেলবেন সেরেনা। তৃতীয় রাউন্ডের দ্বিতীয়দিন ছিল অঘটনে ভরপুর। বিদায় ঘটেছে কারবার, কেভিতোভা, গার্সিয়া , অস্টাপেঙ্কো ও বার্টেন্সের। এক সময় ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে আসা স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো প্রথম অঘটন ঘটান। বর্তমানে ৩০ নম্বর র‌্যাঙ্কিংধারী নাভারো প্রচ- লড়াইয়ের পর ৬ নম্বর বাছাই ফরাসী তারকা গার্সিয়াকে হারিয়ে দেন ৫-৭, ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে। স্লোভাকিয়ার তারকা ডোমিনিকা সিবুলকোভা ২৯ নম্বর বাছাই। তিনি সাবেক বিশ্বসেরা ৪ নম্বর বাছাই কারবারকে বিদায় করে দিয়েছেন ৩-৬, ৬-৩, ৬-৩ ব্যবধানে পরাজিত করে। আর কানেক্টিকাটে শিরোপা জেতা সাবালেঙ্কার জয়রথ চলছেই। ২৬ নম্বর বাছাই এ বেলারুশিয়ান ৭-৫, ৬-১ সেটে হারিয়েছেন ৫ নম্বর বাছাই চেক তারকা কেভিতোভাকে। যুক্তরাষ্ট্রের ১৪ নম্বর বাছাই ম্যাডিসন কেস ৪-৬, ৬-১, ৬-২ সেটে সার্বিয়ার আলেক্সান্দ্রা ক্রুনিচকে পরাস্ত করেন। ২০ নম্বর বাছাই জাপানের নাওমি ওসাকার সামনে একেবারেই অসহায় ছিলেন বেলারুশের অবাছাই আলিক্সান্দ্রা সাসনোভিচ। বিপর্যস্ত হয়েছেন ৬-০, ৬-০ ব্যবধানে। সবচেয়ে বড় বিস্ময় ছিল এদিন বার্টেন্সের হার। সিনসিনাটি মাস্টার্সে রানার্সআপ এ ডাচ তরুণী (১৩ নম্বর বাছাই) ৭-৬ (৭-৪), ২-৬, ৭-৬ (৭-১) সেটে পরাস্ত হন চেক প্রজাতন্ত্রের অবাছাই মারকেতা ভন্দ্রুসোভার কাছে। এছাড়া ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো ৬-৪, ৬-০ সেটে চেক তরুণী ক্যাটেরিনা সিনিয়াকোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। তবে শনিবার রাতে সবার মনোযোগ ছিল শারাপোভার দিকে। চলতি আসরে তিনি বেশ ভাল সময় কাটাচ্ছেন। সরাসরি সেটের টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন এ রাশিয়ান তারকা। ৫ গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভা সর্বশেষটি জিতেছিলেন ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনে। ১৫ মাস ডোপপাপের জন্য ছিলেন নিষিদ্ধ। সেখান থেকে হৃত আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে পেতে শুরু করা মাশা ২০০৬ সালের পর আরেকবার নিউইয়র্কে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বেশ ভালভাবেই এগিয়ে চলেছেন। তৃতীয় রাউন্ডে তিনি ১০ নম্বর বাছাই অস্টাপেঙ্কোকে উড়িয়ে দিলেন ৬-৩, ৬-২ সেটে। ফ্ল্যাশিং মিডোসের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে এ নিয়ে টানা ২২টি নাইট ম্যাচ জিতলেন তিনি। জয়ের পর ৩১ বছর বয়সী মাশা বলেন, ‘কোন সন্দেহ নেই যে আমার এনার্জি শেষের পথে। আমরা সবাই আমাদের অনুশীলনে দীর্ঘ সময় কাটিয়েছি। যখন ভাল কিছু করার সম্ভাবনা আছে তাহলে কেন নিজের সবকিছু উজাড় করে দেব না?’ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শারাপোভার প্রতিপক্ষ নাভারো।
×