ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের জার্সিতে, প্রথম তিন ম্যাচ খেলে ২৭০ মিনিট গোলহীন সি আর সেভেন, ২৩ শট খেলেও প্রতিপক্ষের জাল খুঁজে পাননি সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার, ইউরোপের শীর্ষ পাঁচ লীগে যা রেকর্ড

কোথায় গেল রোনাল্ডোর তেলেসমাতি?

প্রকাশিত: ০৪:০৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

কোথায় গেল রোনাল্ডোর তেলেসমাতি?

স্পোর্টস রিপোর্টার ॥ আরও এক ম্যাচ খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবারও গোল নেই তার পায়ে। ইতালিয়ান সিরি’এ লীগে নতুন ক্লাব জুভেন্টাসের জার্সিতে প্রথম তিন ম্যাচের সবকটিতেই খেলেছেন তিনি। কিন্তু এক ম্যাচেও গোলের দেখা পাননি সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। যে কারণে এ নিয়ে প্রশ্ন তুলছে তার সমালোচনাকারীরা। আসলে তার হয়েছেটা কী? যদিওবা শনিবার পার্মার বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল জুভেন্টাস। ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল এদিন ২-১ গোলে হারিয়েছে পার্মাকে। এই ম্যাচেও গোল করেছেন মারিও মানজুকিচ। বাকি গোলটি এসেছে ব্লেইস মাতুইদির পা থেকে। এর ফলে ইতালিয়ান সিরি’এ লীগের প্রথম তিন ম্যাচ থেকে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের দিনে হেরে গেছে ইন্টার মিলান। বোলোগনার মাঠে এদিন ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ইন্টার। পার্মার মাঠে দুর্দান্ত শুরু করেছিল সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে সফরকারী জুভেন্টাসকে এগিয়ে দেন সাবেক ক্রোয়েশিয়ান তারকা মারিও মানজুকিচ। কিন্তু নিজেদের মাঠে প্রতিপক্ষ জুভেন্টাসকে ছেড়ে কথা বলেনি পার্মাও। গার্ভিনহোর গোলে ম্যাচের ৩৩ মিনিটেই সমতায় ফিরে তারা। এর ফলে ১-১ ব্যবধানে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্লেইস মাতুইদির গোলে আবারও এগিয়ে যায় জুভরা। গত মার্চের পর জুভেন্টাসের জার্সিতে এটাই মাতুইদির প্রথম গোল। এর পরের সময়টাতে আর কোন দল গোল না পেলে ২-১ গোলের কষ্টের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। তবে জয় ছাপিয়ে আলোচনায় জুভেন্টাসের তৃতীয় ম্যাচেও গোল না পাওয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে। পার্মার বিপক্ষে ম্যাচের বিরতিতে যাওয়ার আগে হেডে গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। কিন্তু রোনাল্ডোর কপাল তখনও খুলেনি। যে কারণে ২০১৮-১৯ মৌসুমে গোলের ২৩তম সুযোগ মিস করলেন তিনি। যা ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সর্বোচ্চ গোলের সুযোগ তৈরি করেও গোল না করতে পারার রেকর্ড। নতুন ক্লাব জুভেন্টাসের জার্সিতে ২৭০ মিনিট খেলেও এখন পর্যন্ত গোলের দেখা পেলেন না রোনাল্ডো। অন্যদিকে গোল বন্যায় ভাসছেন তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সতীর্থরা। ইতোমধ্যেই রিয়ালের ফরাসী তারকা করিম বেনজেমা চার যোগ করেছেন নামের পাশে। সমান তিনটি করে গোল করেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল এবং দলপতি সার্জিও রামোস। তবে রোনাল্ডো গোল না পেলেও তার পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন জুভেন্টাসের অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। এ বিষয়ে ম্যাচের শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো ভাল খেলছে। তবে কিছু কিছু সময় আসে যখন সবকিছু সঠিকভাবে কাজ করে না। যে কারণেই গোল পেতে হয়তো তার সময় লাগছে। তবে সে যা করছে তাতে আমি খুব খুশি। আমি মনে করি আন্তর্জাতিক বিরতির পর সে গোল পাবে। কেননা আমরা আরও ভালভাবে ফিরতে চাই।’ এদিকে জুভেন্টাসের ফরাসী তারকা মাতুইদি বলেন, ‘এই ম্যাচেও দারুণ খেলেছে সে (রোনাল্ডো) কিন্তু দুর্ভাগ্য যে গোলের দেখা পায়নি। গোল না পাওয়ার কারণে সে কিছুটা বিরক্ত। কেননা গোল করার জন্য সে ক্ষুধার্ত। তবে আমরা সকলেই তাকে সহযোগিতা করতে চাই।’ রোনাল্ডো গোল না পেলেও উড়ছেন মারিও মানজুকিচ। বিশ্বকাপের পর দলে ফিরে প্রথম তিন ম্যাচেই দুই গোল করেছেন তিনি। যা অবাক করেছে জুভেন্টাসের কোচকে। তাই তো এ্যালেগ্রি বলেন, ‘বিশ্বকাপের পর মারিও এমন ফর্মে ফিরবে তা আমি প্রত্যাশা করিনি।’
×