ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে আপোস নয় ॥ মে

প্রকাশিত: ০৪:০০, ৩ সেপ্টেম্বর ২০১৮

 ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে  আপোস নয় ॥ মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে আপোসের জন্য তার ওপর চাপ প্রয়োগ করা যাবে না। চেকার্স এগ্রিমেন্ট নামে পরিচিত পরিকল্পনাটি নিয়ে তিনি শীঘ্রই ইইউ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবেন। ওই পরিকল্পনা নিয়ে নিজের দলের মধ্যে বিরোধিতার সম্মুখীন হয়েছেন মে। -বিবিসি। সানডে টেলিগ্রাফ পত্রিকায় মে লিখেছেন, তিনি যে ব্রেক্সিট পরিকল্পনা দিয়েছেন সেটি বাতিল করার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা ঠিক নয়। কারণ তা জাতীয় স্বার্থের অনুকূল হবে না। তিনি আরও বলেছেন এ পরিকল্পনা নিয়ে তিনি দ্বিতীয় গণভোট দেবেন না। কারণ সেটি হবে গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা ও অনাস্থা। পিপলস গ্রুপ নামে কয়েকটি দলের সদস্যদের সমম্বয়ে গঠিত একটি জোট ওই পরিকল্পনার ওপর গণভোট আয়োজনের আহ্বান করেছে। ব্রিটেন আগামী বছর ২৯ মার্চ ইইউ ত্যাগ করবে। এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ বিষয়ে আর দ্বিতীয় কোন গণভোট আয়োজনের সম্ভবনা নেই বলে জানিয়েছে মে’র সরকার। টেলিগ্রাফে মে লিখেছেন, ‘আগামী মাসগুলো আমাদের দেশের ভবিষ্যত নির্ধারণের গুরুত্বপূর্ণ সময়।’ তিনি লিখেন জনগণের প্রত্যাশা পূর্ণ হবেই এবং তিনি যে ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন সেটিও পূর্ণ বাস্তবায়িত হবে। তার কথায়, ‘একটি ভাল চুক্তি করেই আমরা ইইউ ছাড়ব’। তবে কোন চুক্তি ছাড়াই যদি বেরিয়ে আসতে হয় তবে সে রকম পরিস্থিতির জন্যও তার সরকার তৈরি আছে বলে তিনি জানান। তিনি মনে করেন, কোন চুক্তি না হলে সেটি ইইউ ও ব্রিটেনের উভয়ের জন্য সমস্যা তৈরি করতে পারে। একই পত্রিকায় কনজারভেটি এমপি নিক বোলসের একটি নিবন্ধও এদিন ছাপা হয়। তিনি এতে লেখেন যে মে’র চেকার্স এগ্রিমেন্ট ব্যর্থ হয়েছে। অনেক এমপিই এ পরিকল্পনা সমর্থন করেনি। ইইউ একে প্রাথমিক খসড়া হিসেবেই বিবেচনা করেছে। ইইউ এখন ব্রিটেনের ওপর অপমানজনক শর্ত চাপিয়ে দিতে পারে। মে’র ওই পরিকল্পনায় বলা হয়েছে, ইইউ থেকে বেরিয়ে আসার পর ব্যবসা প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীদের ব্রিটেন ও ইইউতে অবাধে আসা যাওয়ার সুযোগ থাকবে। ভ্রমণ ও স্বল্পকালীন কাজের জন্য ইইউ নাগরিকদের ব্রিটেনে যেতে ভিসা লাগবে না। ইইউ নাগরিকেরা অবাধে ব্রিটেনে পড়াশোনার জন্য যেতে পারবে। এরপর দুই বছর অন্তর্বর্তী সময় থাকবে। তবে বোলস মনে করেন দুই বছর অন্তর্বর্তীকালীন সময় রাখার কোন প্রয়োজন নেই। তিনি চান এর পরিবর্তে ব্রিটেন তিন বছরের ইউরোপীয় ইকোনমিক এরিয়ার অংশ হবে।
×