ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে অগ্নিকান্ড ॥ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রকাশিত: ০৭:৫৭, ২ সেপ্টেম্বর ২০১৮

যশোরে অগ্নিকান্ড ॥ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের বড় বাজারে শনিবার রাত সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৫টি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বড়বাজারের আলুপট্টি ও জড়িপট্টির কসমেটিকসের দোকানে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে প্রায় পাঁচটি দোকান পুড়ে যায়। এতে আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে থাকা যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, ‘অগ্নিকান্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। পাঁচটির মতো দোকানে আগুন লেগেছিল।’ এদিকে আগুনের খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান যশোরের জেলা প্রশাসক আব্দুল আউয়াল। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান।
×