ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল শুরু আগামী বছরের জানুয়ারিতে

প্রকাশিত: ০৬:৫৫, ২ সেপ্টেম্বর ২০১৮

 বিপিএল শুরু আগামী বছরের জানুয়ারিতে

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) হচ্ছে না। নির্বাচনের কারণে বিপিএল পিছিয়ে দেয়া হয়েছে। বিপিএল আগামী বছর ৫ জানুয়ারি শুরু হবে। বিপিএলের ষষ্ঠ আসর হবে এটি। এ আসরের প্লেয়ার ড্রাফট হবে ২৫ অক্টোবর। শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ‘আজকে (শনিবার) আমরা বিপিএলে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বসেছিলাম। পাঁচ জানুয়ারি থেকে বিপিএল শুরু করব। ওইটার কারণে আমরা কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করলাম। বিপিএল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ভাই (শেখ সোহেল)।’ সঙ্গে যোগ করেন, ‘প্লেয়ার ড্রাফট হবে ২৫ অক্টোবর।’ বিপিএলে এবার কিছু নতুনত্ব থাকছে। রিভিউ যোগ করা হবে। মল্লিক যেমন জানালেন, ‘বিপিএলে এবার রিভিউ থাকবে। প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ পাবে। প্রতিম্যাচে একজন করে বিদেশী আম্পায়ারও থাকবে।’ দলগুলো ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে কি করতে পারবে, তাও জানান মল্লিক, ‘প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে (গত আসর থেকে) দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে। গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশীদের এবারের ড্রাফটে থাকতে হবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না তাদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে। এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে। পাঁচ জানুয়ারির তারিখ বড়জোর একদিন এগোতে পারে।’ রেজিস্টার্ড প্লেয়ারের বাইরে দুজনকে খেলোয়াড় (বিদেশী) দলে নিতে পারার কারণ? সাংবাদিকদের এমন প্রশ্নে মল্লিক বলেন, ‘এ রকম অনেক ভাল মানের প্লেয়ার আছে। এ বছর যেহেতু জাতীয় নির্বাচন, তাই আমাদের খেলার তারিখ পিছিয়ে জানুয়ারিতে নেয়া হয়েছে। যে সময়ে অন্যান্য লীগ শুরু হবে। ফলে প্রতিটি দলের যে পরিমাণ খেলোয়াড়ের প্রয়োজন হবে, সেটা পূরণ করার জন্য আনরেজিস্টার্ড দুজন করে খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এর আগে গত বছর ডিসেম্বরে শেষ হয় বিপিএলের পঞ্চম আসর। সেই অনুযায়ী এবারও বিপিএল হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য তা পিছিয়ে গেছে। নির্বাচনের সময় বিপিএল হলে আন্তর্জাতিক ক্রিকেটারদের, দলগুলোকে নিরাপত্তা দিতে অসুবিধা হবে। নিরাপত্তাকর্মীরা নির্বাচনের সময় নিয়েই ব্যস্ত থাকবে। এমন সময়ে বিপিএল হলে অতিরিক্ত নিরাপত্তার ঝামেলা হবে। তাই বিপিএল পিছিয়ে জানুয়ারির শুরুতেই হবে।
×