ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৬:৪৮, ২ সেপ্টেম্বর ২০১৮

 ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার ॥ ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় রাজধানীর বকশি বাজার এলাকায় হৃদয় (২৮) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। পরে ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া জানান, হৃদয়ের হাতে ও পেটে ছুরির আঘাতে চিহ্ন রয়েছে। হৃদয় চকবাজারের প্লাস্টিকের ব্যবসা করেন। তার বাসা হরনাথ ঘোষ লেনে। আহতের বাবা আব্দুস সালাম তালুকদার জানান, শুক্রবার রাত ৮টার দিকে বকশি বাজার ক্যামব্রিয়ান স্কুলের সামনে মাদক বিক্রেতা অনিক, আশিফ, রাব্বি ও ভাঙ্গারি ব্যবসায়ী রুবেলসহ ৫-৬ জন ইয়াবা বিক্রি করছিল। সেখানে মাদক বিক্রি করতে মানা করলে ওদের মধ্যে একজন হৃদয়ের বাম পাজরে ছুরিকাঘাত করে। রক্ত বের হলে ওরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হৃদয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ইয়াবাসহ ছয়জন আটক ॥ এদিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে এসআইএসএস নামে ভুয়া সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-১০। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গোলাপবাগ এলাকায় সিকিউরিটি সার্ভিস নামধারী গাড়িটি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
×