ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি মাসে বৃষ্টিপাত বাড়তে পারে

প্রকাশিত: ০৬:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৮

চলতি মাসে বৃষ্টিপাত বাড়তে পারে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আর সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা বলছেন, গত বছর পহেলা সেপ্টেম্বর ভারি বর্ষণের কারণে রাজধানীর রাস্তাঘাটে ছিল হাঁটু পানি। আগস্টের শেষ সপ্তাহ থেকেই ছিল ভারি বর্ষণ। কিন্তু এ বছর বর্ষাকালে তেমন বৃষ্টিপাত ছিল না। তবে কাগজে-কলমে বর্ষাকাল চলে গেলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে অক্টোবরের প্রথম সপ্তাহে। তাই সেপ্টেম্বরে ভারি বৃষ্টিপাতের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। আবহাওয়া অধিদফতর জানায়, সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নদ-নদীর অবস্থা এবং বিরাজমান বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ২৭৮ মিলিমিটার, ময়মনসিংহে ৩৫২ মিমি, চট্টগ্রামে ৩১৭ মিমি, সিলেটে ৪০৭ মিমি, রাজশাহীতে ২৯৬ মিমি, রংপুরে ৪০৮, খুলনায় ২৭ মিমি ও বরিশাল বিভাগে ৩১৬ মিলিমিটার হতে পারে। আবহাওয়া অধিদফতর আরও জানায়, আগামী অক্টোবরেও স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দু’টি নিম্নচাপ, যার মধ্য থেকে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
×