ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়কের গাড়ি ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৮

 নেপালে বিমান  দুর্ঘটনায় নিহত প্রিয়কের গাড়ি ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের এফ এইচ প্রিয়ক ওরফে ফারুক হোসেন প্রিয়কের প্রিয় প্রাইভেটকারটি শনিবার আগুনে পুড়ে গেছে। চলন্ত গাড়িতে অগ্নিকা-ের এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান নিহত প্রিয়কের মামাত ভাই ব্যবসায়ী মাসুম। তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই প্রদীপ কুমার মজুমদার জানান, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত এফ এইচ প্রিয়ক ওরফে ফারুক হোসেন প্রিয়কের প্রিয় প্রাইভেটকারটি নিয়ে তার মামাত ভাই ব্যবসায়ী মেহেদী হাসান মাসুম শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কারটির ত্রুটি সারাতে এবং কাগজপত্র নবায়ন করতে তিনি কারটি নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই চলন্ত ওই প্রাইভেটকার থেকে ধোঁয়া বের হতে থাকে। এ অবস্থা দেখে মাসুম কারটি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে একটি ওয়ার্কশপের সামনে দাঁড় করান। এ সময় কারটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।
×