ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভিএমের দোহাই দিয়ে নির্বাচন থেকে পালানোর চেষ্টা বিএনপির ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৬:৪৫, ২ সেপ্টেম্বর ২০১৮

 ইভিএমের দোহাই  দিয়ে নির্বাচন  থেকে পালানোর  চেষ্টা বিএনপির ॥  ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের দোহাই দিয়ে নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বিএনপিসহ তাদের রাজনৈতিক মিত্র দলগুলো এমন অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি। শনিবার ১৪ দলীয় জোটের অন্যতম এই শরিক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ভোট প্রদানে ইভিএম ব্যবহার করা নিয়ে অনাবশ্যক ও অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হয়েছে’। বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি ও তার বাম বন্ধুরা একে ক্ষমতাসীনদের ‘ইলেকট্রনিক ভোট ম্যানিপুলেশন’ এর কৌশল হিসেবে অবিহিত করে বক্তব্য বিবৃতি প্রদান করেছে। অথচ এই প্রস্তাব একান্তই নির্বাচন কমিশনের, সরকারের নয়। বস্তুত নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার লক্ষ্যে একে তারা আরেকটা অজুহাত হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট অভিমত প্রকাশ করেছিল যে, স্থানীয় সরকারসমূহের নির্বাচনে ভোট দানে ইভিএম ব্যবহার করার মধ্য দিয়ে জনগণকে এই ব্যবস্থা সম্পর্কে পরিচিত করার পরই জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় কয়েকটি কেন্দ্রে এর পরীক্ষামূলক ব্যবহার করা যেতে পারে। এবারও সেটা করা যেতে পারে। কিন্তু নির্বাচন কমিশন যখন সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশনের নির্বাচনে কয়েকটি কেন্দ্রে মাত্র ইভিএম-এর মাধ্যমে ভোট নিয়েছে তাতেই এটা স্পষ্ট যে, এ বিষয়ে নির্বাচন কমিশন নিজেই এখনও প্রস্তুত নয়। জনগণও সেভাবে প্রস্তুত নয়।
×