ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটিতে প্যানেল মেয়রের দৌড়ে এগিয়ে যারা-

প্রকাশিত: ০৫:৩৬, ২ সেপ্টেম্বর ২০১৮

 বরিশাল সিটিতে  প্যানেল মেয়রের  দৌড়ে এগিয়ে  যারা-

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক মাস পূর্ণ হয়েছে ৩০ আগস্ট। সংখ্যার গননায় এক মাস পূর্ণ হতে চললেও এখন পর্যন্ত বিসিসির ৩০ ওয়ার্ডের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। যে কারণে গেজেট প্রকাশ করাও সম্ভব হয়নি। তবে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তা শতভাগ নিশ্চিত। এছাড়া ৩০ সাধারণ ওয়ার্ড ও ১০ সংরক্ষিত ওয়ার্ডের বেশিরভাগ ওয়ার্ডেই আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা বিজয়ী হয়েছেন। সূত্রমতে, গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের পরপরই শোকের মাস আগস্ট শুরু হওয়ায় নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু থমকে ছিল। এরই মধ্যে ভোটের দিনে সংঘটিত বিভিন্ন অনিয়মের কারণে ১২৩ কেন্দ্রের মধ্যে ১৬ কেন্দ্রের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এরপর কাউন্সিলর প্রার্থীদের আরও ১৪ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ প্রদান করায় মোট ৩০ কেন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কয়েক দফায় তদন্ত চলার পর এখন নতুন করে আবারও চলছে তদন্ত। সূত্রে আরও জানা গেছে, সেপ্টেম্বর মাসের মধ্যেই এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত দেয়া হবে। এরপর গেজেট প্রকাশ, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ এবং দায়িত্ব গ্রহণ। সবমিলিয়ে আগামী অক্টোবর মাসের ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। কেননা ওই তারিখের আগে বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে না। অক্টোবরের শেষ সপ্তাহে নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র নির্বাচন করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে হাতে এখনও অনেক সময় থাকলেও প্যানেল মেয়রের পদ পেতে আগ্রহীরা ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আগ্রহী প্রার্থীরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনার পাশাপাশি করণীয় ঠিক করে রেখেছেন। বিসিসির বর্তমান পরিষদে ১নং ও ৩নং প্যানেল মেয়র হিসেবে রয়েছেন বিএনপি সমর্থিত দুইজন কাউন্সিলর। তবে এবারের নির্বাচনে ওই দুই কাউন্সিলর প্যানেল মেয়র-১ কেএম শহীদুল্লাহ এবং প্যানেল মেয়র-৩ শরীফ তসলিমা কালাম পলি প্রতিদ্বন্ধিতা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কাছে হেরে গেছেন। এছাড়া বর্তমান পরিষদের ২নং প্যানেল মেয়র আওয়ামী লীগের মোশাররফ আলী খান বাদশা এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
×